[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়ার’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

রাশিয়ার সেনাবাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা এবং মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ। রোসিয়া-১ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "পেশাদার সামরিক বিশেষজ্ঞরা জানেন, রুশ সেনাবাহিনী এখন আমেরিকান সেনাবাহিনীকেও ছাড়িয়ে গেছে।"

তিনি বলেন, "অনেকে মনে করেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী, কিন্তু বাস্তবে আমাদের বাহিনী আরও সুসংগঠিত প্রতিক্রিয়াশীল।"

তবে পাত্রুশেভ সতর্ক করে দিয়ে বলেন, "সামরিক শক্তি থাকলেও, অভ্যন্তরীণ জনসমর্থন ছাড়া পশ্চিমা আগ্রাসন প্রতিহত করা কঠিন হবে। ইউরোপের আগ্রাসনের মোকাবিলায় জনসমর্থন অপরিহার্য।"

রাশিয়ার এই দাবি এমন সময়ে এল যখন ইউক্রেনে রুশ হামলা নিয়ে পশ্চিমা বিশ্ব তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে এবং রুশ সামরিক কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর