জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কট্টর জাতীয়তাবাদী রাজনীতিবিদ সানায়ে তাকাইচি। ৬৪ বছর বয়সী এই নেত্রী শনিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান নির্বাচিত হয়েছেন।
পাঁচ প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে তাকাইচি দলের প্রতিনিধিদের আস্থা অর্জন করেছেন। আগামী ১৫ অক্টোবর এলডিপির শীর্ষ নেতা ও প্রধানমন্ত্রী পদে শিগেরু ইশিবার উত্তরসূরি নির্ধারণে সংসদীয় ভোট অনুষ্ঠিত হবে। সেই ভোটে জয়ী হলে তাকাইচি হবেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী, যা দেশটির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। এর আগে, গত নির্বাচনে রানঅফ পর্বে অল্প ব্যবধানে হারলেও এবার তাকাইচির জয় সম্ভাব্য বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
তবে শুধু রাজনৈতিক সফলতা নয়, তাকাইচির জয় জাপানে লিঙ্গ সমতার প্রতীক হিসেবেও বিবেচিত হবে। কারণ, জেন্ডার গ্যাপ সূচকে জাপান এখনও অনেক পিছিয়ে—১৪৮টি দেশের মধ্যে অবস্থান ১১৮তম। রাজনৈতিক ও অর্থনৈতিক অংশগ্রহণেও নারীদের উপস্থিতি অত্যন্ত কম। তাকাইচি নিজেও জানিয়েছেন, যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার তার প্রেরণার উৎস, যার মতো দৃঢ় নেতৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে চান।
মন্তব্য করুন: