জার্মানির মিউনিখ বিমানবন্দরে অজ্ঞাত ড্রোনের কারণে শুক্রবার রাত ৮টা ৩০ মিনিট থেকে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এতে প্রায় সাড়ে ৬ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এর আগের দিন বৃহস্পতিবারও মিউনিখের আকাশে ড্রোন দেখা যাওয়ায় অন্তত ১৭টি ফ্লাইট বাতিল করা হয়। একই সময়ে বেলজিয়ামের এলসেনবর্ন সামরিক স্থাপনার ওপর ১৫টি অজ্ঞাত ড্রোন উড়তে দেখা যায়, যা পরে জার্মানির দিকে চলে যায়। তবে এখনো পর্যন্ত এসব ড্রোনের উৎস বা পরিচালনাকারীকে শনাক্ত করা যায়নি।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড জানান, তিনি ইউরোপীয় স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ড্রোন-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন। এছাড়া প্রস্তাব দিয়েছেন, পুলিশ যেন সেনাবাহিনীর সহায়তায় এসব ড্রোন গুলি করে নামাতে পারে এমন আইন পাস করা হোক।
মন্তব্য করুন: