হামাস ও ইসরায়েল উভয়ই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখিয়েছে। শনিবার সকালে সরকার ও সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করে; এর আগে হামাসও আংশিকভাবে আলোচনায় অংশ নেবার সম্মতি জানিয়েছিল।
হামাস জানিয়েছে তারা “তাৎক্ষণিক”ভাবে সব জিম্মির মুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে প্রস্তাবটি পুরোপুরি গ্রহণ করেনি এবং অস্ত্র সমর্পণসহ গুরুত্বপূর্ণ শর্তগুলোর বিষয়ে ভবিষ্যতে আলোচনা প্রয়োজন হবে।
নেতানিয়াহুর কার্যালয় বলেছে তারা ট্রাম্প ও তার টিমের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে যাতে দ্রুত জিম্মি মুক্তি সম্ভব হয়। ট্রাম্প ২০ দফা প্রস্তাবের মধ্যে ৭২ ঘণ্টায় অবশিষ্ট জিম্মি মুক্তি এবং গাজার প্রশাসন হস্তান্তরকে প্রধান শর্ত রেখেছিলেন। মধ্যস্থতাকর দেশগুলো মিশর ও কাতার হামাসের ইতিবাচক সাড়া স্বাগত জানিয়েছে; তবে নির্ধারিত সময়সূচি ও অস্ত্রহস্তান্তরের বিষয়গুলো এখনো অনিশ্চিত। কূটনৈতিক আলোচনার ওপর এখন যুদ্ধবিরতি ও ভবিষ্যৎ স্থিতিশীলতার নির্ভরতা বাড়ছে।
মন্তব্য করুন: