[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

বিশ্বের দীর্ঘতম ড্রাইভারবিহীন মেট্রো সৌদি আরবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

ছবি : সংগৃহীত

বিশ্বের দীর্ঘতম ড্রাইভারবিহীন মেট্রো এখন সৌদি আরবের রাজধানী রিয়াদে। ‘রিয়াদ মেট্রো’ নামে পরিচিত এই আধুনিক স্বয়ংক্রিয় রেলব্যবস্থা চালু হয়েছে গত ডিসেম্বরে। ছয়টি লাইনে বিস্তৃত ১৭৬ কিলোমিটার দীর্ঘ এই নেটওয়ার্ক নির্মাণে ব্যয় হয়েছে ২২ বিলিয়ন ডলার।

মোট ৮৫টি স্টেশনের মধ্যে কাসর আল হোকম, কেএএফডি, এসটিসি ওয়েস্টার্ন স্টেশন বিশেষভাবে সাজানো হয়েছে পর্যটকদের জন্য। কাসর আল হোকম স্টেশনটি সাততলা বিশিষ্ট, যার গভীরতা ৪০ মিটার রয়েছে ইনডোর গার্ডেন শিল্পকর্ম।

মেট্রোতে রয়েছে সৌর প্যানেল, শক্তি সাশ্রয়ী প্রযুক্তি রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম। মাত্র সৌদি রিয়ালে দুই ঘণ্টার যাত্রা সম্ভব। চালুর মাসেই এটি ব্যবহার করেছে কোটি ৮০ লাখ যাত্রী।

রিয়াদ মেট্রো এখন শুধু যাতায়াতের উপায় নয়, বরং শহরের আধুনিকতার প্রতীক এবং সামাজিক সংযোগের নতুন মাধ্যম।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর