[email protected] বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
১৭ আশ্বিন ১৪৩২

মরক্কোতে পুলিশ স্টেশনে আগুন দিল জেন-জিরা, গুলিতে নিহত ২


প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

মরক্কোর উপকূলীয় শহর আগাদিরে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভে পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন। বুধবার লাকলিয়া এলাকায় একটি পুলিশ স্টেশনে হামলার পর সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ দাবি করেছে, বিক্ষোভকারীরা ছুরি হাতে অস্ত্র লুটের চেষ্টা করায় গুলি চালাতে বাধ্য হয় তারা। এর আগে বিক্ষুব্ধরা ওই স্টেশনে আগুন দেন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন।

‘জেন-জি-২১২’ ও ‘মরোক্কান ইয়ুথ ভয়েস’-এর মতো তরুণ সংগঠনের নেতৃত্বে অন্তত ১১টি শহরে আন্দোলন ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যসেবা, বৈষম্য ও শিক্ষা সংকটের প্রতিবাদে তরুণরা রাস্তায় নামছেন।

গত শনিবার থেকে রাজধানী রাবাতে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল, কিন্তু পুলিশি গ্রেপ্তার শুরু হলে ক্ষোভ বাড়ে।

সরকার সংলাপের আহ্বান জানালেও আন্দোলনকারীরা বলছেন, একদিকে দমন-পীড়ন, অন্যদিকে সংলাপ এই দ্বিমুখী আচরণ বরদাশতযোগ্য নয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর