অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে ভূমধ্যসাগরে আটকে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। অন্তত ১৩টি জাহাজ জব্দ করে দুই শতাধিক স্বেচ্ছাসেবীকে আটক করে তেলআবিবে নিয়ে যাওয়া হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।
এই শান্তিপূর্ণ মানবিক অভিযানে হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে।
তুরস্ক, আয়ারল্যান্ড, কলম্বিয়া, ভেনেজুয়েলা, মালয়েশিয়াস,বাংলাদেশসহ বহু দেশ ইসরায়েলি পদক্ষেপকে “আন্তর্জাতিক সন্ত্রাস” ও “আইন লঙ্ঘন” বলে আখ্যা দিয়েছে। কলম্বিয়া ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে বাণিজ্যচুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। ভেনেজুয়েলা বলেছে, এই আক্রমণ ইহুদিবাদী সরকারের অপরাধপ্রবণ চরিত্রের আরেকটি উদাহরণ।
গ্লোবাল ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ আন্তর্জাতিক প্রচেষ্টা, যার লক্ষ্য গাজার অসহায় জনগণের কাছে ৫,৫০০ টন ত্রাণ পৌঁছে দেওয়া। জাহাজগুলোতে ছিল ৪৪টি দেশের ৫০০ মানবিক কর্মী, যাদের মধ্যে ইউরোপীয় এমপি, আইনজীবী ও সাংবাদিকও ছিলেন।
আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজে হামলা চালিয়ে ইসরায়েল নতুন করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মুখে পড়েছে। বিশ্বব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ ও ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক ক্রমেই জোরালো হচ্ছে।
মন্তব্য করুন: