নোবেল শান্তি পুরস্কার না পেলে তা যুক্তরাষ্ট্রের জন্য "বড় অপমান" হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, বিশ্বজুড়ে সংঘাত মীমাংসায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, অথচ পুরস্কার পায় এমন লোক, "যারা কিছুই করেনি।"
এ সময় তিনি যুক্তরাষ্ট্রের অপরাধ ও অভিবাসন সমস্যাকে ‘অভ্যন্তরীণ যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে সেনা মোতায়েনের ঘোষণা দেন। জানান, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোতে অপরাধ দমনে সামরিক বাহিনী ব্যবহৃত হবে এবং ইতোমধ্যে বিশেষ কুইক রিঅ্যাকশন ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
ট্রাম্প আরও বলেন, এই লড়াই দেশের "ভেতরের শত্রুদের" বিরুদ্ধে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই থামাতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের অসম্মানিত বা ঘৃণ্য ব্যক্তি বলেও আখ্যা দেন তিনি।
মন্তব্য করুন: