যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের তহবিল নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে ঐক্যমত্য না হওয়ায় ‘শাটডাউন’-এর আশঙ্কা দেখা দিয়েছে। ফান্ডিং বিল নিয়ে মতবিরোধের ফলে সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে ডয়চে ভেলে।
শাটডাউন হলে হাজারো ফেডারেল কর্মচারী কাজ হারাতে পারেন বা বেতন ছাড়াই কাজ করতে হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, জরুরি সেবা বাদে প্রায় সব খাতেই প্রভাব পড়বে। তবে নাসা ও সীমান্ত সুরক্ষার মতো ক্ষেত্র এতে প্রভাবিত হবে না। গণপরিবহন খাতে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে, যার নেতিবাচক প্রভাব কর্মীদের ওপর পড়ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শাটডাউনে সবচেয়ে বেশি ক্ষতি হবে ডেমোক্র্যাটদের। অথচ সিনেটে রিপাবলিকানদের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়া অচলাবস্থা নিরসন সম্ভব নয়।
স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর ডেমোক্র্যাটদের প্রস্তাবই মূলত এই বিরোধের কেন্দ্রবিন্দু।
মন্তব্য করুন: