[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২

জনসম্মুখে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি, বললেন ‘পালাবেন না’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ছবি : সংগৃহীত

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও সিপিএন–ইউএমএল চেয়ারম্যান কে পি শর্মা অলি ঘোষণা করেছেন, তিনি দেশের বর্তমান সরকারকে ছেড়ে পালাবেন না এবং জনগণের হাতে দেশ ফিরিয়ে আনার জন্য লড়াই চালাবেন। চলতি মাসের শুরুতে জেন-জি আন্দোলনের চাপেই পদত্যাগ করতে বাধ্য হন অলি।

শনিবার ভক্তপুরের গুন্ডুতে দলীয় যুব শাখার সমাবেশে তিনি প্রথমবার প্রকাশ্যে বক্তব্য দেন।

অলি বলেন, তারা সাংবিধানিক ধারায় দেশকে ফিরিয়ে আনবে, শান্তি সুশাসন পুনঃপ্রতিষ্ঠা করবে। তিনি বর্তমান প্রধানমন্ত্রী সুশীলা কারকির নেতৃত্বে সরকারকেজনসমর্থনহীনহিসেবে আখ্যা দেন এবং অভিযোগ করেন, সরকার লুটপাট সহিংস পদ্ধতিতে গঠিত হয়েছে।

অলি আরও দাবি করেন, আন্দোলনের সময় তার দেওয়া নির্দেশনার রেকর্ডিং প্রকাশ করতে তিনি বর্তমান সরকারের চ্যালেঞ্জ তোলেন অলি অভিযোগ করেন, তাঁর নতুন বাসভবনের অবস্থান জেনেও বর্তমান সরকার তাঁকে যথাযথ নিরাপত্তা দেয়নি। তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে বলা হচ্ছেঅলির নতুন বাড়ি খুঁজে বের করে আক্রমণ করো।সরকার কী করছে? শুধু বসে বসে দেখছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর