ইসরায়েলের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইউক্রেন এমন দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেন খুব শিগগিরই নতুন দুটি প্যাট্রিয়ট সিস্টেমও পাবে।
জেলেনস্কির এ বক্তব্য এসেছে কয়েক মাস পর, যখন গত জুনে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল ইউক্রেনে কোনো প্যাট্রিয়ট সিস্টেম পাঠানো হয়নি। তাই এই ঘোষণা কূটনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে।
রাশিয়ার হামলার মুখে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারে প্যাট্রিয়ট সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলেনস্কি। বিশেষ করে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ ঠেকাতে এই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে, ইউক্রেনের মিত্র দেশগুলোও সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। জেলেনস্কির মতে, এসব সহায়তা ইউক্রেনের যুদ্ধজয়ী সম্ভাবনা আরও বাড়াবে।
মন্তব্য করুন: