পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে হাজারো মানুষের বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানীতে এই সমাবেশে যোগ দেন ইমরানের বোন আলেমা খানও।
প্রতিবাদকারীরা কারাবন্দি পিটিআই নেতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সরকার বিরোধী স্লোগান দেন। ইমরান খানের প্রতি জনগণের সমর্থন দেখাতে সমাবেশে বিপুল ভিড় জমে।
সাবেক ক্রিকেট তারকা ইমরান ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে ক্ষমতায় আসার পর থেকেই সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতা হারান তিনি।
পরের বছর দুর্নীতির মামলায় গ্রেফতার ও সাজাপ্রাপ্ত হন ইমরান। বর্তমানে তিনি কারাগারে বন্দি, আর তার বিরুদ্ধে রয়েছে দেড় শতাধিক মামলা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইমরানের জনপ্রিয়তা এখনও প্রবল থাকায় এই আন্দোলন দেশজুড়ে আরও বিস্তৃত হতে পারে। তার মুক্তির দাবিতে ক্রমেই জোরদার হচ্ছে পিটিআই কর্মী-সমর্থকদের বিক্ষোভ।
মন্তব্য করুন: