ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের প্রচার সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন, আহত হয়েছেন শতাধিক। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। শনিবার কারুর জেলায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাত ঘণ্টা দেরিতে বিজয় মঞ্চে আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হাজারো মানুষের ভিড়। মুহূর্তেই প্রচার সমাবেশ রূপ নেয় মৃত্যুর মিছিলে। আহত প্রায় পাঁচশ’ মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। একই পরিবারে একাধিক জন নিহত ও আহত হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পুরো রাজ্যে।
এত মানুষ হতাহতের ঘটনায় হৃদয় চূর্ণ-বিচূর্ণ বলে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোক ও সমবেদনা জানিয়েছেন থালাপতি বিজয়।
থালাপতির দল আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতিকে দায়ী করলেও পুলিশ জানায়, ১০ হাজার ধারণক্ষমতার স্থানে ৩০ হাজারের বেশি মানুষ জড়ো হয়েছিল। দীর্ঘ অপেক্ষা, গরম ও ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিহতদের পরিবারকে ১০ লাখ ও আহতদের এক লাখ রুপি অনুদান ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিভিন্ন রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এই ঘটনায় থালাপতির পরবর্তী সমাবেশগুলোতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুন: