[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২

খুলে দেয়া হলো বিশ্বের উচ্চতম সেতু, ২ ঘণ্টার পথ পাড়ি দিতে লাগবে মাত্র ২ মিনিট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত

বিশ্বের উচ্চতম সেতু ‘হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ’ উদ্বোধন করেছে চীন। রোববার গুইঝো প্রদেশে তিন বছরের নির্মাণকাজ শেষে আনুষ্ঠানিকভাবে চালু হলো সেতুটি। আগে খাড়া উপত্যকা ঘুরে পার হতে যেখানে দুই ঘণ্টা লাগত, এখন সময় লাগছে মাত্র দুই মিনিট।

বিপান নদীর ওপর স্থাপিত সেতুটি পানির ওপর থেকে ৬২৫ মিটার উঁচু, যা সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের প্রায় নয় গুণ উঁচু। সেতুর প্রধান দুটি স্প্যানের দূরত্ব এক হাজার ৪২০ মিটার। ফলে এটি পার্বত্য অঞ্চলে নির্মিত দীর্ঘতম স্টিল ট্রাস গার্ডার সাসপেনশন ব্রিজ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

মোট দৈর্ঘ্যে প্রায় দুই হাজার ৮৯০ মিটার বিস্তৃত এই অবকাঠামো চীনের পরিবহন নেটওয়ার্কে নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ‘পৃথিবীর ফাটলনামে পরিচিত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়নকে সংযুক্ত করার মাধ্যমে সেতু শুধু যাতায়াত সহজ করেনি, বরং বাণিজ্য পর্যটনেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর