[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের নতুন নথিতে এবার এল মাস্ক ও প্রিন্স অ্যান্ড্রুর নাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি : সংগৃহীত

বিতর্কিত মার্কিন ধনকুবের ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্কিত নতুন নথিতে ইলন মাস্ক ও ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রুর নাম উঠে এসেছে। মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা প্রকাশিত এই রেকর্ডে ফোন বার্তা, ফ্লাইট লগ ও আর্থিক তথ্য অন্তর্ভুক্ত করেছেন।

নথি অনুযায়ী, ২০১৪ সালের ডিসেম্বরে মাস্ককে এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে তিনি পরে দাবি করেন তিনি আমন্ত্রণ গ্রহণ করেননি। অপরদিকে, ২০০০ সালের মে মাসে প্রিন্স অ্যান্ড্রু এপস্টিন তার সহযোগী জিস্লেইন ম্যাক্সওয়েলের সঙ্গে একটি ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছিলেন। যদিও অ্যান্ড্রু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

নথিতে পিটার থিয়েল, স্টিভ ব্যানন এবং বিল গেটসের মতো প্রভাবশালী ব্যক্তিদের নামও রয়েছে। গেটস অতীতে এপস্টিনের সঙ্গে সাক্ষাৎকেভুলবলে স্বীকার করেছিলেন।

তবে রেকর্ডে উল্লেখিত ব্যক্তিরা এপস্টিনের অপরাধ সম্পর্কে জানতেন এমন কোনো প্রমাণ মেলেনি। কংগ্রেস আরও নথি প্রকাশের আহ্বান জানিয়েছে, যা ভুক্তভোগীদের ন্যায়বিচারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর