[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

স্বীকৃতি মিললেও যুক্তরাজ্যের ঔপনিবেশিক যুদ্ধাপরাধের বিচার চায় ফিলিস্তিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পর এবার ঔপনিবেশিক শাসনামলে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য যুক্তরাজ্যের কাছে ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করেছে ফিলিস্তিনি প্রতিনিধিদল। চলতি মাসের শুরুতে তারা পররাষ্ট্র দপ্তরে ৪০০ পৃষ্ঠার একটি আইনি আবেদন জমা দিয়েছে।

এতে ১৯১৭ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ব্রিটিশ ম্যান্ডেট আমলে নির্যাতন, নির্বাসন, হত্যা ও সম্মিলিত শাস্তির মতো অভিযোগ তুলে ধরা হয়েছে।

আবেদনকারীরা ১৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিত্ব করছেন। আবেদনকারীদের মুখপাত্র ও আন্তর্জাতিক আইনের অধ্যাপক ভিক্টর কাতান বলেন, কেবল স্বীকৃতি ঐতিহাসিক দায় শোধ করে না; ব্রিটিশরা ফিলিস্তিনিদের স্বায়ত্তশাসন থেকে বঞ্চিত করে দমননীতি চালিয়েছিল।

আবেদনে উল্লেখ করা হয়েছে, আরব বিদ্রোহ দমনে ব্রিটিশ বাহিনী নির্বিচারে হত্যা, গ্রাম পোড়ানো ও মানব ঢাল ব্যবহারের মতো অপরাধ করেছে। ২০২২ সালের বিবিসি অনুসন্ধানেও এসবের প্রমাণ মেলে।

ফিলিস্তিনিরা মালয়েশিয়া ও কেনিয়ায় ব্রিটিশ অপরাধে দেওয়া ক্ষতিপূরণের নজির টেনে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেছেন। বিষয়টি নিয়ে যুক্তরাজ্য এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর