লন্ডনে বড় ধরনের সাইবার হামলায় ১৮টি নার্সারি স্কুলের ৮ হাজারের বেশি শিশুর তথ্য চুরি করেছে “রেডিয়েন্ট” নামের হ্যাকার গ্রুপ। তারা নিজেদের ডার্ক ওয়েব পোর্টালে ১০ জন শিশুর নাম, ছবি ও ঠিকানা প্রকাশ করে দায় স্বীকার করেছে। গ্রুপটির হুমকি—পরবর্তী ধাপে আরও ৩০ শিশু ও ১০০ কর্মীর তথ্য প্রকাশ করা হবে।
হ্যাকিংয়ের শিকার স্কুলগুলো যুক্তরাজ্যের ডে কেয়ার প্রতিষ্ঠান কিডো ইন্টারন্যাশনালের অন্তর্ভুক্ত। কোম্পানির পক্ষ থেকে কোনো মন্তব্য না এলেও, হ্যাকাররা রয়টার্সকে জানায় তারা কয়েক সপ্তাহ ধরে কিডোর নেটওয়ার্কে প্রবেশাধিকার ছিল এবং অর্থ দাবি করেছে। অর্থ না দিলে সব শিশু ও কর্মীদের তথ্য ফাঁস করার হুমকিও দিয়েছে তারা।
হ্যাকাররা নিজেদের রাশিয়ান দাবি করলেও কোনো প্রমাণ দেয়নি। ইতোমধ্যে মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিট তদন্ত শুরু করেছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, অর্থের জন্য শিশুদের টার্গেট করা অত্যন্ত জঘন্য কাজ। চলতি বছর লন্ডনে একাধিকবার এমন র্যানসমওয়্যার ধরনের হামলার ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন: