ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হাপুরে এক নেশামুক্তি কেন্দ্রে ভর্তি যুবক সচিনের পেটে অস্ত্রোপচারে বের করা হয়েছে ২৯টি স্টিলের চামচ, ১৯টি দাঁত ব্রাশ ও কয়েকটি কলম। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সচিন আগে মাদকাসক্ত ছিলেন। চিকিৎসার পর মাদক ছাড়লেও ভিন্ন এক অদ্ভুত নেশায় আক্রান্ত হন তিনি।
কেন্দ্রের ক্যান্টিন ও অন্যান্য রোগীর কাছ থেকে এসব জিনিস চুরি করে শৌচাগারে গিয়ে গিলে ফেলতেন সচিন। শুরুতে গিলতে কষ্ট হলেও পরে এটি আসক্তিতে পরিণত হয়।
সম্প্রতি পেটে তীব্র ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক্স-রে এবং সিটি স্ক্যানের পর অস্ত্রোপচারে উদ্ধার করা হয় ২৯টি স্টিলের চামচ, ১৯টি দাঁত ব্রাশ এবং কয়েকটি কলম।
সচিন জানান, নেশামুক্তি কেন্দ্রে খাবারের পরিমাণ কম থাকায় ক্ষুধা মেটাতে তিনি এসব জিনিস খেতে শুরু করেন। ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়।
মন্তব্য করুন: