[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

বাংলাদেশে ঠেলে পাঠানো ৬ জনকে ফেরত নিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি : সংগৃহীত

কলকাতা হাইকোর্ট বাংলাদেশে ঠেলে পাঠানো বীরভূমের দুই পরিবারের ছয় সদস্যকে চার সপ্তাহের মধ্যে ফেরত আনার নির্দেশ দিয়েছে। শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ এ নির্দেশ দেন।

ভারতের কেন্দ্রীয় সরকার সোনালি বিবিসহ ছয়জনকে বাংলাদেশি দাবি করে ফেরত পাঠায়। তবে আদালত জানায়, তারা ভারতীয় নাগরিক এবং তাদের ফিরিয়ে আনার দায়িত্ব ভারতের। কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ মুলতুবির আবেদন করা হলেও আদালত তা খারিজ করে।

শুনানিতে বেঞ্চ প্রশ্ন তোলে, মাত্র দু’দিনে কীভাবে সিদ্ধান্ত হলো যে তারা বাংলাদেশি? আইন অনুযায়ী ৩০ দিন আটক রেখে তদন্তের কথা থাকলেও সোনালিকে জুন মাসেই ফেরত পাঠানো হয়।

কেন্দ্র ও দিল্লি পুলিশের আইনজীবীরা মামলার এখতিয়ার ও নাগরিকত্বের প্রমাণ নিয়ে আপত্তি জানালেও আদালত অসন্তোষ প্রকাশ করে। বিচারপতির মন্তব্য কেবল বাঙালি বস্তি থেকে আনা হয়েছে বলে কাউকে বাংলাদেশি বলা যায় না।

প্রসঙ্গত, সোনালি পরিবার দুই দশক ধরে দিল্লির রোহিণীতে কাগজ কুড়ানো ও গৃহপরিচারিকার কাজ করছিলেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর