[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

ট্রাম্প নোবেল পুরস্কার পাও্যার জন্য কতটুকু যোগ্য? যা বলছেন বিশ্লেষকরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পাবেন কি না তা নিয়ে জল্পনা বাড়ছে। তবে বিশ্লেষকদের মতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন করায় এ পুরস্কার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাদের মতে, ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করা, বাণিজ্যযুদ্ধ শুরু এবং শান্তির নীতির পরিপন্থী নানা পদক্ষেপও তার বড় বাধা।

ট্রাম্প বারবার নিজেকে নোবেলের যোগ্য বলে দাবি করেছেন। তিনি বলেছেন, বিশ্বের সাতটি যুদ্ধ থামিয়েছেন। তবে নোবেল কমিটি এসব রাজনৈতিক বক্তব্য নয়, বরং বৈশ্বিক শান্তিতে কার্যকর ভূমিকা কতটা রাখা হয়েছে তা বিবেচনা করে।

নোবেল ইতিহাসবিদ অ্যাসলে সভেন মনে করেন, ট্রাম্প শান্তিতে নোবেল পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ তিনি গণহত্যার বিরোধী দাবি করলেও গাজায় ইসরায়েলি আগ্রাসনকে প্রকাশ্যে সমর্থন করেছেন। তাছাড়া ভ্লাদিমির পুতিনকে সমর্থন ও ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করাও তার বিপক্ষে কাজ করছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ট্রাম্প নোবেল পেলে কমিটির সুনাম ক্ষুণ্ণ হতে পারে। তার নানা পদক্ষেপ শান্তির মূল আদর্শের সঙ্গে সাংঘর্ষিক বলেই মনে করছেন তারা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর