[email protected] মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
৮ আশ্বিন ১৪৩২

পারমাণবিক নিরস্ত্রীকরণের শর্ত বাদ দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি কিম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৭:০৮ পিএম

ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সিউলের পারমাণবিক অস্ত্র ত্যাগের শর্ত থেকে সরে আসে, তবে তিনি আলোচনা শুরু করতে রাজি। পিয়ংইয়ংয়ের সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে কিম বলেন, যুক্তরাষ্ট্র যদি বাস্তবতা মেনে শান্তিপূর্ণ সহাবস্থান চায়, তাহলে আলোচনায় বসার কোনো বাধা নেই।

তবে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ব্যক্তিগত ভালো স্মৃতির কথা জানান। একই সঙ্গে, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াবেপরোয়া আগ্রাসনের মহড়াবলে কঠোর সমালোচনা করেছে।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের পরিবর্তে নতুন অস্ত্র সংগ্রহ বন্ধ করাতেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। তিনি স্বীকার করেন, নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে এবং উত্তর কোরিয়া প্রতি বছর ১৫-২০টি নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করছে। কিম জোর দিয়ে বলেন, নিষেধাজ্ঞা দেশটিকে শক্তিশালী করেছে এবং শত্রুদের সঙ্গে আলোচনায় বসবে না যদি এর বিনিময়ে কিছু করতে হয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর