[email protected] শনিবার, ২৩ আগস্ট ২০২৫
৮ ভাদ্র ১৪৩২

আইসিসির ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির বিচারক ও প্রসিকিউটদের ওপর আরেক দফা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন ও ইসরাইলি নাগরিকদের বিচারের প্রচেষ্টায় জড়িত থাকায় আইসিসির দুই বিচারক এবং দুইজন প্রসিকিউটরের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। স্থানীয় সময় ২০ আগস্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করে বলেন, আইসিসি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। সেইসঙ্গে আইসিসিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘আইনের হাতিয়া’ হিসেবে বর্ণনা করেন তিনি।

রুবিও আইসিসির বিরুদ্ধে রাজনীতিকরণ, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত বছর গাজায় ইসরাইলের যুদ্ধের দায়ে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।  এ

দিকে, যুক্তরাষ্ট্রের সবশেষ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে আইসিসি। সংস্থাটি বলেছে, ‘বর্ধিত মার্কিন নিষেধাজ্ঞাগুলো একটি নিরপেক্ষ বিচারিক প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং বিশ্বজুড়ে যুদ্ধাপরাধের শিকার মানুষের বিরুদ্ধে স্পষ্ট আক্রমণ।

আইসিসি কোনো নিষেধাজ্ঞা, চাপ বা হুমকির তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাবে।

সোর্স: সময়

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর