[email protected] বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২

৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে পাকিস্তান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫ ১৬:০৮ পিএম

ছবি: সংগৃহীত

আজ ১৪ আগস্ট। পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনে দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে জন্ম নেয় পাকিস্তান।

আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ৩১ বার তোপধ্বনি এবং প্রতিটি প্রাদেশিক সদর দপ্তরে ২১টি তোপধ্বনির মাধ্যমে দিনটি শুরু হয়। পাকিস্তানের করাচিতে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় আকাশে গুলি ছোড়ার ঘটনায় শিশু ও বৃদ্ধসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও ৭৫ জন। বৃহস্পতিবার জিও নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

পাকিস্তানে প্রতি বছর ফাঁকা গুলি চালিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করে অনেকে। এর ফলে প্রাণহানি এবং আহত হওয়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বারবার সতর্ক করলেও তা বন্ধ হয়নি। এসব ঘটনায় কমপক্ষে ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কর্তৃপক্ষ এই প্রবণতাকে বেপরোয়া ও বিপজ্জনক আখ্যা দিয়ে নাগরিকদের নিরাপদ উপায়ে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছে। পুলিশ বলছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আকাশে গুলি ছোড়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

সোর্স: সময়

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর