ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে সম্মত না হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘অত্যন্ত গুরুতর পরিণতি’র মুখোমুখি হতে হবে। এমন হুঁশিয়ারিই উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আলাস্কায় আসন্ন শীর্ষ বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। ১৪ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। আনাদোলুর তথ্য অনুযায়ী, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর পুতিনের সঙ্গে এটি হবে ট্রাম্পের প্রথম সরাসরি সাক্ষাৎ।
এর আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপের কয়েকজন নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠককে তিনি “খুব ভালো” এবং “খুবই আন্তরিক” বলে মন্তব্য করেন।
তিনি আরও জানান, আলাস্কায় আসন্ন শীর্ষ বৈঠকে প্রথম ১ম দিনে মূলত পরিস্থিতি ও অগ্রগতি মূল্যায়ন করা হবে। যদি সেটি ফলপ্রসূ হয়, তাহলে খুব দ্রুতই দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। তবে তিনি স্পষ্ট করে বলেন, যদি মনে হয় প্রয়োজন নেই বা সন্তোষজনক উত্তর পাওয়া যাচ্ছে না, তাহলে দ্বিতীয় বৈঠক হবে না।
ট্রাম্প আশা প্রকাশ করেন, শুক্রবারের বৈঠক থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অর্জিত হতে পারে, যা ভবিষ্যতে ত্রিপক্ষীয় আলোচনার ভিত্তি তৈরি করবে।
সোর্স: গ্রামের কাগজ
মন্তব্য করুন: