[email protected] বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২

ওয়াশিংটন থেকে গৃহহীনদের তাড়িয়ে দিচ্ছেন ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

ফাইল ছবি

ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের তাড়িয়ে দেয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি এই উদ্যোগকে অপরাধ দমন করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখিয়েছেন। সম্প্রতি শহরে অপরাধের মাত্রা নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। ১১ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

১০ আগস্ট নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প বলেন, তিনি গৃহহীনদের ওয়াশিংটন ডিসি থেকে “অবিলম্বে” সরিয়ে দিতে চান। ট্রাম্পের এই ঘোষণা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

গেল মাসে, যুক্তরাষ্ট্রের গৃহহীন মানুষদের গ্রেফতারে একটি আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট। যার জেরে, গেল সপ্তাহে ওয়াশিংটনের সড়কে নিরাপত্তাবাহিনী মোতায়েনের আদেশ দেন তিনি।

উল্লেখ্য, ওয়াশিংটন ডিসির ৭ লাখের বেশি মানুষের মধ্যে প্রায় ৩,৭৮২ জন গৃহহীন। তাদের অধিকাংশ সরকারি আশ্রয়কেন্দ্র বা বাসস্থানে থাকলেও প্রায় ৮০০ জন রাস্তায় বসবাস করছেন।

প্রসঙ্গত, ২০২২ সালে ট্রাম্প গৃহহীনদের জন্য শহরের বাইরে ‘উচ্চমানের’ তাঁবু নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন যেখানে তারা শৌচাগার ও চিকিৎসা সুবিধা পাবেন।

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর