[email protected] মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
২০ কার্তিক ১৪৩২

লাশের ভিড়ে হারিয়ে যাচ্ছে শত শত মানুষের অস্তিত্ব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

ছবি : সংগৃহীত

দেশে ক্রমেই বাড়ছে অজ্ঞাতপরিচয় লাশের সংখ্যা, যা মানবাধিকার পরিস্থিতির অবনতির সংকেত দিচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই এই লাশগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না, ফলে হত্যাকারীরা থেকে যাচ্ছে আইনের নাগালের বাইরে। একই সঙ্গে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে মৃত্যু ও রাজনৈতিক সহিংসতার ঘটনাও অব্যাহত রয়েছে।

গত ১০ মাসে দেশের বিভিন্ন এলাকায় ৫০০- বেশি অজ্ঞাত লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালের মর্গেও রয়েছে বহু লাশ শনাক্তের অপেক্ষায়। বছরের প্রথম নয় মাসে রাজধানীর দুই কবরস্থানে চার শতাধিক বেওয়ারিশ লাশ দাফন সম্পন্ন হয়েছে।

তথ্য বলছে, অজ্ঞাত লাশগুলোর অনেকের মৃত্যু হয়েছে হত্যাকাণ্ড, অপহরণ, সড়ক দুর্ঘটনা বা রহস্যজনক কারণে। নদী জলাশয় থেকে উদ্ধার লাশের পরিচয় শনাক্ত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডিএনএ টেস্টে বিলম্ব, জাতীয় ডেটাবেজের সীমাবদ্ধতা এবং পরিবারগুলোর পক্ষ থেকে অভিযোগ না করা, এসব কারণেই অনেক লাশের রহস্য অমীমাংসিত থেকে যাচ্ছে।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত এক বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে প্রায় ৪০ জন, হেফাজতে মৃত্যু হয়েছে ৮০ জনের বেশি, আর রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন শতাধিক মানুষ। এসব ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিচারব্যবস্থার দুর্বলতাকেও উন্মোচন করছে।

বিশ্লেষকদের মতে, নাগরিকের নিরাপত্তা বিচার নিশ্চিত করতে পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা জোরদার করা এখন সময়ের দাবি। তা না হলে অজ্ঞাত লাশের এই মিছিল চলতেই থাকবে, আর সমাজ হারাবে আরও অনেক নামহীন মানুষকে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর