[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

৪৫৯ কোটি টাকা লোপাট; সাদ মুসা গ্রুপের ২৯ জনের নামে মামলা

ক্রাইম ডেস্ক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪ ১০:১২ এএম

ফাইল ছবি

প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা থেকে ৪৫৯ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাদ মুসা হোমটেক্স অ্যান্ড ক্লথিং লিমিটেডের মালিক মোহাম্মদ মোহসিন ও ব্যাংকটির সাবেক এমডি এএফএম শরীফুল ইসলামসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলা অনুমোদন দেওয়া হয় বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন নিশ্চিত

প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা থেকে ৪৫৯ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাদ মুসা হোমটেক্স অ্যান্ড ক্লথিং লিমিটেডের মালিক মোহাম্মদ মোহসিন ও ব্যাংকটির সাবেক এমডি এএফএম শরীফুল ইসলামসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলা অনুমোদন দেওয়া হয় বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন নিশ্চিত করেছেন।

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামিরা ঋণের অর্থ অন্য কাজে ব্যবহার করেছেন। তারা সঠিকভাবে মনিটরিং না করে ও কাগুজে বিলের মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে ঋণ প্রস্তাব দ্রুততম সময়ে অনুমোদন করেছেন। এছাড়া ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ মুসা হোমটেক্স অ্যান্ড ক্লথিং লিমিটেডের মালিক মোহাম্মদ মোহসিনসহ সংশ্লিষ্টরা ৪৫৯.৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ ধারায় মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

আসামি করা হয়েছে, ব্যাংকটির তৎকালীন পরিচালক রণ হক শিকদার, রিক হক শিকদার, একেএম এনামুল হক শামীম, পারভীন হক, মিসেস মনোয়ারা হক, মোয়াজ্জেম হোসেন, মো. নায়মুজ্জামান, খলিলুর রহমান, মো. আনোয়ার হোসেন, মাবরুর হোসেন ও সাবেক পরিচালক জাকারিয়া তাহেরকে।

এ ছাড়া সাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ মোহসিন, ন্যাশনাল ব্যাংকের এসইভিপি ও ম্যানেজার নিজাম আহমেদ, ইসতিয়াক হাসান, ব্যাংকটির এসএভিপি ও অপারেশন ম্যানেজার এএসএম হেলাল উদ্দিন, ব্যাংকটির প্রিন্সিপাল অফিসার মো. আবু বক্কর রাসেলকে আসামি করা হয়েছে।

আসামি হয়েছেন ন্যাশনাল ব্যাংকের এসএভিপি মোহাম্মদ মহসিন চৌধুরী, এভিপি মো. আখতার হোসেন, মো. আলমগীর হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ নুরুন নবী, এসএভিপি হাসিনা সুলতানা, প্রিন্সিপাল অফিসার শেখ ফরিদ আহমেদ, ব্যাংকটির ভিপি মোহাম্মদ আবু রাশেদ, ইভিপি অরুন কুমার, এসইভিপি ইফতেখার হোসেন, ডিএমডি এএসএম বুলবুল, এএমডি মো. বদিউল আলম, চৌধুরী মোশতাক আহমেদ ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক এএফএম শরীফুল ইসলাম।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর