আবারও আলোচনায় কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও হলিউড গায়িকা কেটি পেরি। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে বিলাসবহুল ইয়টে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ্যে আসার পর তা দ্রুত ভাইরাল হয়।
ডেইলি মেইল প্রকাশিত ছবিতে দেখা যায়, পেরিকে কালো সুইমসুটে ট্রুডোর সঙ্গে আলিঙ্গনে এবং চুম্বনে মত্ত অবস্থায়। এক প্রত্যক্ষদর্শীর মতে, ট্রুডোর হাতে থাকা ট্যাটু দেখে প্রথমে তাকে চেনা যায়।
তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয় ২০২৫ সালের জুলাইয়ে, মন্ট্রিয়লে একসঙ্গে ডিনারের মাধ্যমে। এরপর কেটি পেরির কনসার্টেও দেখা যায় ট্রুডোকে।
প্রসঙ্গত, ট্রুডো ২০২৩ সালে তার স্ত্রী সোফির সঙ্গে বিচ্ছেদ করেন; তাদের রয়েছে তিন সন্তান। কেটি পেরিও সম্প্রতি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন।
যদিও এখনো কেউ সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি, তবুও সাম্প্রতিক ছবি বলছে অন্য কথা।
মন্তব্য করুন: