[email protected] মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২

তেহরানে ভয়াবহ পানি সংকট: দুই সপ্তাহেই শুকিয়ে যেতে পারে প্রধান বাঁধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

ছবি : সংগৃহীত

শতাব্দীর অন্যতম ভয়াবহ পানি সংকটের মুখে পড়েছে ইরান। রাজধানী তেহরানের প্রধান জলাধারগুলো দ্রুত শুকিয়ে যাচ্ছে, এবং আগামী দুই সপ্তাহের মধ্যেই শহরে তীব্র খরার আশঙ্কা তৈরি হয়েছে।

নভেম্বর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ জানায়, তেহরানের পানির উৎস আমির কবির বাঁধে বর্তমানে মাত্র ১৪ মিলিয়ন ঘনমিটার পানি অবশিষ্ট আছেযা মোট ধারণক্ষমতার মাত্র শতাংশ।

তেহরান পানি ব্যবস্থাপনা সংস্থার পরিচালক বেহজাদ পারসা জানান, এই জলাধারটি আরও দুই সপ্তাহের বেশি পানি সরবরাহ করতে পারবে না। প্রায় কোটিরও বেশি জনসংখ্যার এই মহানগরটি আলবোর্জ পর্বতমালার ঢালে অবস্থিত, যেখান থেকে নদীগুলো শহরের জলাধারগুলোতে পানি সরবরাহ করে। কিন্তু চলতি বছর বৃষ্টিপাত প্রায় এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কম হয়েছে। গত বছর একই সময় আমির কবির বাঁধে ৮৬ মিলিয়ন ঘনমিটার পানি ছিল, যা এখন প্রায় শেষের পথে।

প্রতিদিন তেহরানের জনগণ প্রায় তিন মিলিয়ন ঘনমিটার পানি ব্যবহার করে। পানি সাশ্রয়ের অংশ হিসেবে ইতিমধ্যেই কিছু এলাকায় পানি সরবরাহ বন্ধ করা হয়েছে। পাশাপাশি খরার কারণে বিদ্যুৎ বিভ্রাট জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সংকট তেহরান ছাড়িয়ে গোটা ইরানজুড়ে ছড়িয়ে পড়তে পারে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর