আগামী বছরের মার্চে টঙ্গীতে বিশ্ব ইজতেমা আয়োজন করবে তাবলিগ জামাত, সরকারের প্রস্তাবে রাজি হয়ে। পাশাপাশি, গত ইজতেমা চলাকালীন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দণ্ড নিশ্চিতের দাবি জানিয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ।
৩ নভেম্বর বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে শুরায়ে নেজামের নেতা মুফতি কেফায়াতুল্লাহ আজহারী বলেন, আগামী ইজতেমার সমস্ত কার্যক্রম শুরায়ে নেজামের তত্ত্বাবধানে হবে। এছাড়া বিদেশি অতিথিদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই ভিসা প্রক্রিয়া সহজীকরণ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে।
এর আগে, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, নির্বাচনের পর তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে শুরায়ে নেজাম আবারও দাবি করেছে, গত ইজতেমায় সাদপন্থীদের হামলা হয়েছে। তবে তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তারা বলেছেন, সাদপন্থীদের ইজতেমা আয়োজনের কোনো অধিকার নেই এবং যদি তারা চেষ্টা করে, সরকারের পদক্ষেপ নেওয়া উচিত।
মন্তব্য করুন: