[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে মেট্রো রেলকে আইনি নোটিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ১৪:১০ পিএম

ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত পথচারী আবুল কালাম আজাদের পরিবারের জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আইনজীবী এনামুল নবীন এই নোটিশ পাঠিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর।

নোটিশে বলা হয়, গত ২৬ অক্টোবর ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে এমআরটি লাইন-৬ এর পিলার নং ৪৩৩ থেকে দুটি বিয়ারিং প্যাড পড়ে, যার একটি আবুল কালামের মাথায় পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত কালামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, রয়ে গেছেন স্ত্রী ও দুই সন্তান।

নোটিশে অভিযোগ করা হয়, মেট্রো রেল কর্তৃপক্ষের অবহেলা ও ত্রুটিপূর্ণ রক্ষণাবেক্ষণ এই মৃত্যুর জন্য দায়ী। মাত্র ৫ লাখ টাকার ক্ষতিপূরণ ও চাকরির প্রস্তাবকে “অবমাননাকর ও বাস্তবতাবিবর্জিত” বলা হয়েছে। আইনজীবী কর্তৃপক্ষকে ৩০ দিনের মধ্যে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে স্থায়ী চাকরি দিতে নির্দেশ দিয়েছেন, নচেৎ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর