[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

নভেম্বরেই গণভোটের দাবিতে ইসিতে জামায়াতসহ ৮ দল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম

ছবি : সংগৃহীত

আগামী নভেম্বরেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ আটটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে এই দলগুলোর নেতাকর্মীরা সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে নেতারা বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে।তাদের দাবি, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে এবং জাতীয় নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নেতারা সতর্ক করে বলেন, “যদি দাবি পূরণ না হয়, তবে বর্তমান ইসিকেও আগের কমিশনের পরিণতি ভোগ করতে হবে।

পরে বেলা ১২টার দিকে আট দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেয়।

দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছেজুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নির্দেশ জারি, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু, সবার জন্য সমান রাজনৈতিক সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিবাদী সরকারের নিপীড়ন দুর্নীতির বিচার, এবং জাতীয় পার্টি ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সমাবেশে নেতারা এই দাবিগুলো বাস্তবায়নে ইসির প্রতি আহ্বান জানান এবং গণভোট না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর