ভেনেজুয়েলায় আসা–যাওয়া করা সব নিষিদ্ধ তেল ট্যাংকার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দেওয়া এই ঘোষণায় ভেনেজুয়েলার প্রধান আয়ের উৎসে সরাসরি আঘাত হেনে নিকোলা মাদুরো সরকারের ওপর চাপ আরও বাড়ানো হলো। একই সঙ্গে মাদুরো সরকারকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে ওয়াশিংটন।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, সন্ত্রাসবাদ, মাদক ও মানব পাচারসহ বিভিন্ন অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞার আওতাভুক্ত ট্যাংকারগুলোর বিরুদ্ধে কীভাবে অবরোধ কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়। প্রশাসন ইতোমধ্যে ওই অঞ্চলে হাজারো সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।
ভেনেজুয়েলা সরকার এই ঘোষণাকে ‘অসংগত হুমকি’ বলে প্রত্যাখ্যান করেছে। এর মধ্যেই ঘোষণার প্রভাবে বুধবার এশিয়ার বাজারে তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, ভেনেজুয়েলার অপরিশোধিত তেল রপ্তানি কমে যাওয়ার আশঙ্কাই মূল্যবৃদ্ধির মূল কারণ।
এর আগে যুক্তরাষ্ট্র একটি নিষিদ্ধ ট্যাংকার জব্দ করার পর থেকেই দেশটির উপকূলে কার্যত অবরোধ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে শ্যাডো ফ্লিটনির্ভর ভেনেজুয়েলার তেল রপ্তানি আরও চাপে পড়েছে।
মন্তব্য করুন: