[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

বিজয় দিবসে মোদির শুভেচ্ছাবার্তা, অনুপস্থিত বাংলাদেশের নাম ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার দেওয়া বার্তায় বাংলাদেশের নাম, স্বাধীনতা কিংবা যৌথ বাহিনীর লড়াইয়ের প্রসঙ্গ একবারও উল্লেখ করা হয়নি।

১৬ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে দেওয়া এক বার্তায় মোদি ১৯৭১ সালের যুদ্ধকে ভারতের ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে অভিহিত করেন।

বার্তায় নরেন্দ্র মোদি লেখেন, বিজয় দিবসে সেই সাহসী সেনাদের স্মরণ করা হচ্ছে, যাদের সাহস ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তিনি বলেন, তাদের অটুট সংকল্প ও নিঃস্বার্থ সেবা দেশকে রক্ষা করেছে এবং ভারতের ইতিহাসে গর্বের মুহূর্ত সৃষ্টি করেছে। মোদি আরও উল্লেখ করেন, এই দিনটি ভারতীয় সেনাদের বীরত্ব ও মানসিক শক্তির স্মারক, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশ নেয় এবং মিত্র বাহিনীর বিজয় নিশ্চিত হয়। সে কারণেই ভারত দিনটিকে নিজেদের বিজয় দিবস হিসেবেও পালন করে। তবে এবারের বার্তায় বাংলাদেশের স্বাধীনতা বা যৌথ অবদানের কোনো উল্লেখ না থাকায় বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর