যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অন্তত পাঁচটি স্থানে সিরিজ বোমা হামলার পরিকল্পনা করেছিল ‘টার্টেল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট’ নামের একটি কট্টরপন্থি গোষ্ঠী।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ১৬ ডিসেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, গোপনে বিস্ফোরক ডিভাইস পরীক্ষা চালাতে গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের পূর্বে মোজাভে মরুভূমিতে যায় গোষ্ঠীটির চার সদস্য। মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারিতে বিষয়টি ধরা পড়লে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন অড্রে ইলিন ক্যারোল, জাখারি অ্যারোন পেজ, দান্তে গ্যাফিল্ড ও টিনা লাই। তাদের বয়স ২৪ থেকে ৪১ বছরের মধ্যে। এফবিআই ও ডিপার্টমেন্ট অব জাস্টিস জানায়, ‘অপারেশন মিডনাইট সান’ নামে নতুন বছরের সময় হামলার পরিকল্পনা ছিল। লক্ষ্য ছিল দুটি লজিস্টিকস সেন্টার, অভিবাসন সংস্থা আইসের এজেন্ট ও যানবাহন।
অভিযুক্তদের বাড়ি থেকে হাতে লেখা হামলার নকশা, পোস্টার ও কট্টরবাদী স্লোগান উদ্ধার করা হয়েছে। নাশকতার ষড়যন্ত্র ও অবৈধ বিস্ফোরক ব্যবহারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আরও কেউ জড়িত কিনা তদন্ত চলছে।
মন্তব্য করুন: