মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, বিবিসির প্যানোরমা অনুষ্ঠানে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গার আগে দেওয়া তাঁর ভাষণের একটি অংশ ভুলভাবে সম্পাদনা করা হয়েছে, যার ফলে তাঁর বক্তব্যের অর্থ বিকৃত হয়েছে।
ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প দাবি করেন, এই তথ্যচিত্রের মাধ্যমে তাঁর মানহানি করা হয়েছে এবং বাণিজ্যিক আইনও লঙ্ঘন করা হয়েছে।
ট্রাম্পের আইনজীবীরা বলেন, বিবিসি ইচ্ছাকৃত ও বিদ্বেষপূর্ণভাবে তাঁর বক্তব্য উপস্থাপন করেছে। যদিও গত মাসে বিবিসি ভিডিও সম্পাদনাজনিত বিভ্রান্তির জন্য দুঃখ প্রকাশ করে, তবে মানহানির অভিযোগ স্বীকার বা ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে।
২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণে ট্রাম্প প্রথমে সমর্থকদের ক্যাপিটলে যাওয়ার কথা বলেন এবং প্রায় ৫০ মিনিট পর ‘চরমভাবে লড়াই করার’ কথা উল্লেখ করেন। প্যানোরমা অনুষ্ঠানে এই দুটি বক্তব্য একসঙ্গে দেখানোয় বিতর্ক তৈরি হয়। পরে বিবিসির অভ্যন্তরীণ সমালোচনার মুখে শীর্ষ দুই কর্মকর্তা পদত্যাগ করেন। বিবিসি বলেছে, তথ্যচিত্রটি যুক্তরাষ্ট্রে সম্প্রচার করা হয়নি, তবে ট্রাম্পের দাবি, ভিপিএন ও স্ট্রিমিংয়ের মাধ্যমে তা ফ্লোরিডায় দেখা হয়েছে।
মন্তব্য করুন: