ঝড়ো হাওয়ার তাণ্ডবে ভেঙে পড়েছে স্ট্যাচু অব লিবার্টির একটি রেপ্লিকা। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি শহরে ভয়াবহ ঝড় আছড়ে পড়লে প্রায় ৪০ মিটার উঁচু এই ভাস্কর্যটি ধসে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ও ভাস্কর্যটির মালিকানা থাকা প্রতিষ্ঠান।
প্রতিবেদনে বলা হয়, ঘন ঝড় ও প্রবল বাতাসের কারণে হাভান নামের একটি বড় খুচরো বিপণিবিতানের পার্কিং এলাকায় স্থাপিত ভাস্কর্যটি দুলতে দুলতে হেলে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঝড়ের চাপে মূর্তির উপরের অংশ ভেঙে মাটিতে আছড়ে পড়ে এবং মাথার অংশ সম্পূর্ণ চূর্ণ হয়ে যায়।
হাভান কর্তৃপক্ষ জানায়, প্রায় ২৪ মিটার উঁচু উপরের অংশটি ভেঙে পড়লেও ১১ মিটার উঁচু ভিত্তি অক্ষত রয়েছে। স্থানীয় মেয়র মার্সেলো মারানাতা জানান, বিকাল তিনটার দিকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটারের বেশি ছিল। ঝড়ে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়া, ছাদ ক্ষতিগ্রস্ত হওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটে। আবহাওয়াবিদরা জানান, একটি ঠান্ডা আবহাওয়ার ফ্রন্ট থেকেই এই ঝড়ের সৃষ্টি হয়।
মন্তব্য করুন: