[email protected] রবিবার, ২ নভেম্বর ২০২৫
১৭ কার্তিক ১৪৩২

১০০ কোটি ডলার ব্যয়, ২২ বছর অপেক্ষা: খুলল সর্ববৃহৎ ‘গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

ছবি : সংগৃহীত

দুই দশকেরও বেশি সময় ও ১০০ কোটি ডলারের ব্যয়ে নির্মিত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম (GEM) অবশেষে মিশরে গিজার পিরামিডের পাশে চালু হয়েছে। শনিবার (১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এটি খোলা হয়, এবং দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

২০০২ সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৫৫৬টি ডিজাইনের মধ্যে নির্বাচিত হয় আয়ারল্যান্ডের স্থপতি রোইসিন হেনেঘানের দল। তবে রাজনৈতিক পরিবর্তন, আরব বসন্ত, সামরিক অভ্যুত্থান ও কোভিড-১৯ মহামারির কারণে প্রকল্পটি বাস্তবায়নে লেগেছে ২০ বছরেরও বেশি সময়।

২.৫৮ লাখ বর্গফুট আয়তনের জাদুঘরে সংরক্ষিত থাকবে প্রাক-রাজবংশীয় যুগ থেকে কপটিক যুগ পর্যন্ত প্রায় লাখ প্রত্নবস্তু, যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো তুতানখামেন গ্যালারি। দর্শনার্থীরা দেখতে পাবেন রাজা তুতানখামেনের সমাধি থেকে পাওয়া ৫০০০ নিদর্শন।

জাদুঘরের প্রবেশমুখে আছে বিশাল ৩৬ ফুট উচ্চ দ্বিতীয় রামেসিসের মূর্তি। অভ্যন্তরে পিরামিড অনুকরণে ত্রিভুজাকৃতি নকশা এবং প্রাকৃতিক আলো প্রবেশের ব্যবস্থা দর্শকদের মুগ্ধ করবে। ৬ তলা সিঁড়ি দর্শকদের বিপরীত কালানুক্রমিকভাবে সাজানো স্মৃতিস্তম্ভ ও ফারাও মূর্তির পাশে নিয়ে যায়, যেখানে রয়েছে শিল্পকর্মের চূড়ান্ত অংশ।

জাদুঘরটির ছাদের ঢাল এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা গ্রেট পিরামিডের সঙ্গে সোজা রেখায় যুক্ত হয়, কিন্তু কখনোই তা অতিক্রম না করে। ১৭টি সংরক্ষণাগার ও গবেষণাগারে সংরক্ষিত আছে প্যাপিরাস, মৃৎশিল্প, সারকোফেগাস ও মমি। স্থপতি হেনেঘান বলেন, “বড় প্রকল্পগুলো সময়সাপেক্ষ, তবে ধৈর্য্য ও পরিকল্পনা থাকলে সার্থকতা অর্জন সম্ভব।”

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর