প্রায় ১০ বছর বন্ধ থাকার পর আবারও ইরান থেকে হজ ফ্লাইট চালু করেছে সৌদি আরবের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস। ১৮মে এক প্রতিবেদনে ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘ইরানি হজযাত্রীদের সৌদি আরবে আনতে শনিবার তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আবারও হজ ফ্লাইট চালু করেছে উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস।’
ফ্লাইনাস একটি সৌদি ভিত্তিক সাশ্রয়ী উড়োজাহাজ সংস্থার। সংস্থাটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক, উভয় ধরণের ফ্লাইটই পরিচালনা করে থাকে।
২০১৬ সালে সৌদি আরবের শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমর-এর মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানে সৌদি দূতাবাস এবং মাশহাদে কনস্যুলেটে হামলার প্রতিবাদে সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। সে বছর ইরানি হজযাত্রীরা সৌদি আরবে যেতে পারেননি, কারণ দুই দেশের মধ্যে হজ সংক্রান্ত কোনো প্রোটোকল স্থাপন হয়নি।
পরবর্তী বছরগুলোতে ইরানি হজযাত্রীদের হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলেও শুধুমাত্র ইরানি চার্টার্ড বিমানের মাধ্যমে তাদের সৌদি আরবে যাওয়ার অনুমতি ছিল।
উল্লেখ্য, জুনের প্রথম সপ্তাহে হজ শুরু হবে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন।
সোর্স: যুমনা
মন্তব্য করুন: