[email protected] রবিবার, ২ নভেম্বর ২০২৫
১৭ কার্তিক ১৪৩২

জুলাই ফাউন্ডেশন পরিচালনায় টাকা নেই, অনিশ্চয়তায় কর্মীদের বেতন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

ছবি : সংগৃহীত

১০০ কোটি টাকা অনুদানে যাত্রা শুরু করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখন ভয়াবহ অর্থসংকটে। এক বছরের মাথায় সংস্থাটির তহবিল প্রায় শেষ হয়ে গেছে, ফলে নভেম্বর থেকে কর্মীদের বেতন–ভাতা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

ফাউন্ডেশনের সিইও কামাল আকবর জানান, গত ১৫ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে আবর্তক ব্যয়ের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হলেও এখনো কোনো জবাব পাওয়া যায়নি। বর্তমানে ফাউন্ডেশনে কর্মরত ৪৪ জনের বেতন, অফিস ভাড়া (মাসে ৩১ লাখ টাকা) ও প্রশাসনিক ব্যয় মেটানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।

২০২৪ সালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তহবিল থেকে ১০০ কোটি টাকায় ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়। পরে বাংলাদেশ ব্যাংক ও ব্যক্তিগত অনুদানে তহবিল বেড়ে দাঁড়ায় ১১৯ কোটি টাকা, যার মধ্যে এখন অবশিষ্ট মাত্র ৬ কোটি রয়েছে। তবে নিয়ম অনুযায়ী এই অর্থ কর্মীদের বেতনে ব্যয় করা যাবে না।

এখন পর্যন্ত শহীদ ৮২৯ পরিবার ও আহত ৬ হাজার ৮৬৫ জনকে সহায়তা দিয়েছে ফাউন্ডেশন। কিন্তু আরও ৮ হাজারের বেশি মানুষ সহায়তা থেকে বঞ্চিত। অন্যদিকে সরকার জুলাই গণ–অভ্যুত্থান স্মরণে সারাদেশে স্মৃতিস্তম্ভ নির্মাণে জোর দিচ্ছে, যা নিয়ে শহীদ পরিবারের সদস্যরা সমালোচনা করেছেন।

ফাউন্ডেশনের কর্মকর্তারা আশা করছেন, পরিচালনা পর্ষদের আসন্ন বৈঠকে আর্থিক সংকট নিরসনে নতুন সিদ্ধান্ত আসবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর