[email protected] রবিবার, ২ নভেম্বর ২০২৫
১৭ কার্তিক ১৪৩২

শিবির প্যানেলের বাইরে পাঁচ পদে জয়ী হয়েছেন যারা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস ও এজিএসসহ মোট ২৩টি পদে জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। বাকি ৫টি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। বুধবার সকালে সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. জসীম উদ্দিন।

ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান বিজয়ী হয়েছেন। এছাড়া বিভিন্ন সম্পাদক পদে জয়ী হয়েছেন ফাতিমা তাসনিম জুমা, ইকবাল হায়দার, উম্মে ছালমা, জসীমউদ্দিন খান, মাজহারুল ইসলাম, এম এম আল মিনহাজ, মো. জাকারিয়া, আরমান হোসেন ও আসিফ আব্দুল্লাহ।

অন্যদিকে সমাজসেবা সম্পাদক পদে যুবাইর বিন নেছারী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা আহমেদ তন্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। ১৩টি সদস্য পদে বিভিন্ন প্রার্থী নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে হেমা চাকমা ও উম্মে উসওয়াতুন রাফিয়া স্বতন্ত্র হিসেবে জয় পান।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর