[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

টিসিবি পণ্যের অবৈধ গোডাউনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান, গ্রেপ্তার ৪


প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ১৯:১০ পিএম

ছবি: সংগ্রহ

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

এরই ধারাবাহিকতায় ঢাকার লালবাগ থানাধীন নবাবগঞ্জ বাজারের একটি গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করে রাখা সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের বিপুল পরিমান ভোজ্যতেল ও ডাল উদ্ধার করেছে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড এবং লালবাগ থানা পুলিশ।

এ সময় শাহ আলম ও আরিফ হোসেন নামে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ২ জনকে আটক করা হয়েছে।

গত ২৭ অক্টোবর ২০২৪ তারিখ রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ ঢাকা মহানগরের লালবাগ থানাধীন নবাবগঞ্জ বাজারে যৌথ অভিযান চালায়।

সেখানকার মোহাম্মদ শুকুর আলী আকন্দের গোডাউনে তল্লাশি চালিয়ে টিসিবির ৬৫০ বোতল সয়াবিন তেল ও ১৩৪০ কেজি ডাল উদ্ধার করা হয় যার অনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২৯ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এই অবৈধ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য লালবাগ থানার নিকট হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

 

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর