[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

রাজধানীতে আবারও খুন, গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬ ২০:০১ পিএম

ছবি : সংগৃহীত

নির্বাচনের আগে রাজধানীতে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার গুলিতে নিহত হয়েছেন বিএনপির নেতা আজিজুর রহমান মুসাব্বির।

 

আজিজুর রহমান মুসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ছিলেন। বুধবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে রাজধানীর বসুন্ধরা সিটি মার্কেটের পেছনে স্টার হোটেলের সামনে তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, মুসাব্বিরকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের হাতে এসেছে। ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজলুল করিম জানান, হত্যাকাণ্ডের তদন্ত চলছে।

 

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর