[email protected] সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

স্বামী হত্যার অভিযোগে ধরা আওয়ামী লীগ নেত্রী, একসঙ্গে ১০ মামলার চাঞ্চল্য

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় স্বামী হত্যাসহ অন্তত ১০ মামলার আসামি সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বানারীপাড়া উপজেলার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সাবিনা ইয়াসমিন সলিয়া বাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০২৪ সালে আওয়ামী লীগের সমর্থনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করলেও তিনি পরাজিত হন। স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময় তিনি সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লা এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুছের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন।

তার বিরুদ্ধে নিজ অসুস্থ স্বামী ও ব্যবসায়ী সালাম গোলন্দাজকে হত্যার অভিযোগে একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তিনি আগে জামিনে ছিলেন। এ ছাড়া স্বামী হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বানারীপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগগুলো যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর