রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এর ফলে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে সাজেক ভ্যালির সঙ্গে খাগড়াছড়ির যোগাযোগ বন্ধ রয়েছে। সাজেকে আটকা পড়েছেন ৪২৫ জন পর্যটক।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, বুধবার রাতে ভারি বৃষ্টির কারণে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দরাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। এর মধ্যে নন্দরাম এলাকায় সবচেয়ে বেশি মাটি ধসের ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ শুরু করেছে। তবে নন্দরামে বিপুল পরিমাণ মাটি ধসে পড়ায় সেনাবাহিনী সেখানে ভেকু পাঠিয়েছে। খুব শিগগিরই উদ্ধার কাজ শুরু হবে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, অন্তত তিনটি স্থানে বড় বড় পাথর ও গাছপালা সড়কের ওপর পড়ে আছে। স্থানীয়দের দিয়ে মাটি ও গাছ সরানোর চেষ্টা চলছে। তবে ভারী যন্ত্রপাতি ছাড়া এগুলো সরানো সম্ভব নয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, আটকা পড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
সোর্স: বণিক বার্তা
মন্তব্য করুন: