[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

বৃষ্টিতে সরবরাহ কমায় সবজির দাম বাড়ল, ভোক্তারা বিপাকে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি : সংগৃহীত

রাজধানীর বাজারে ফের অস্থিরতা দেখা দিয়েছে সবজির দামে। বিক্রেতাদের দাবি, কয়েকদিনের টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় কেজিপ্রতি ১০–১৫ টাকা বেড়েছে সবজির দাম। ফলে ভোক্তাদের পড়তে হচ্ছে বাড়তি চাপের মুখে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রামপুরা-বনশ্রীসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ধুন্দল ৪০৫০, শসা ৫০৮০, ঝিঙে ৬০৮০, আলু ২০২৫, করলা ৮০, ঢ্যাঁড়শ ৭০৮০, বরবটি ৬০, বেগুন ৮০১০০ এবং টমেটো ১২০১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাউ ৬০৭০, চালকুমড়া ৫০ এবং কাঁচা মরিচ কেজিপ্রতি ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

একই সময়ে ব্রয়লার মুরগির দাম এক মাসে ২০৩০ টাকা বেড়ে কেজিতে দাঁড়িয়েছে ১৮০ টাকা। সোনালি মুরগি ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গরু খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছেগরুর মাংস ৭৬০৮০০, খাসি ১২০০ এবং ছাগল ১১০০ টাকা কেজি।

ডিমের বাজার আপাতত স্থিতিশীল। লাল ডিম ডজনপ্রতি ১৩০, সাদা ১২০ এবং হাঁস দেশি মুরগির ডিম যথাক্রমে ২২০২৩০ ২৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে ইলিশের কেজিপ্রতি দাম ১০০ টাকা কমেছে। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ ২১০০, মাঝারি ইলিশ ১৫০০১৮৫০ এবং দেড় কেজি ওজনের ইলিশ ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বোয়াল, কোরাল, পাবদা, শিংসহ অন্যান্য মাছের দাম আগের মতোই চড়া রয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর