[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১২ ভাদ্র ১৪৩২

যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম চালাবে ইসি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ছবি : গ্রাফিক্স

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ চার অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম চালাবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী মাসেই এ কার্যক্রম শুরু করার কথা ভাবছে সংস্থাটি।

আজ বুধবার ইসি সূত্র এমন তথ্য জানিয়েছে। জানা যায়, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ফ্লোরিডার মায়ামি ও ক্যালিফোর্নিয়ার লজ এঞ্জেলেস এই কার্যক্রম চালু করা হবে। এজন্য শিগগিরই কারিগরি টিম ও প্রশাসনিক টিম দেশটিতে পাঠানো হবে।

ইসি সচিব আখতার আহমদের নেতৃত্বাধীন টিমটি নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে যাবে। এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন টিমটি যাবে মায়ামি ও লস অ্যাঞ্জেলেসে। আগামী ২১ থেকে ২৭ সেপ্টেম্বর তারা সেখানে অবস্থান করবেন। তবে দেশত্যাগ করবেন ১৯ সেপ্টেম্বর, ফিরবেন ২৯ সেপ্টেম্বর।

বর্তমানের দশটি দেশের ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান। মার্কিন যুক্তরাষ্ট্রের পর আরও ৩টি দেশে শুরু হতে পারে এ ভোটার নিবন্ধনের এই কাজ।

সোর্স: সমকাল 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর