[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১২ ভাদ্র ১৪৩২

১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বিডা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ছবি : গ্রাফিক্স

২০২৫ সালের প্রথম পাঁচ মাসে বাংলাদেশ প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

২৬ আগস্ট রাজধানীর বিডা অডিটোরিয়ামে বিনিয়োগ বিষয়ক সংবাদদাতাদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান সংস্থাটির ব্যবসা উন্নয়ন প্রধান নাহিয়ান রহমান রোচি।

তিনি বলেন, জানুয়ারি থেকে মে মাসের মধ্যে প্রাপ্ত প্রস্তাবগুলোর মধ্যে প্রায় ২০ শতাংশ ইতিমধ্যে অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে স্বাক্ষরিত চুক্তি, জমি ইজারা নিশ্চিতকরণ এবং বরাদ্দপত্র। এই প্রবাহ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত দেয়, যা সরকারের শিল্পায়ন অভিযানের একটি গুরুত্বপূর্ণ অংশ।

বিডার কর্মকর্তারা মনে করছেন, এই স্তরভিত্তিক বিনিয়োগ প্রক্রিয়া আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে মূলধন প্রবাহের একটি বাস্তবসম্মত চিত্র দেবে।

সোর্স: দিনাজপুর টিভি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর