[email protected] মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
১১ ভাদ্র ১৪৩২

৪০০ কোটির হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সরকার রাশিয়া থেকে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার কেনার জন্য ৪২৮ কোটি টাকার চুক্তি করেছিল, যার মধ্যে ২৯৯ কোটি ৬০ লাখ টাকা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে।

কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে হেলিকপ্টার দুটি দেশে আনা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় বাংলাদেশ সরকার চুক্তি বাতিল করলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে, আবার চুক্তি মেনে হেলিকপ্টার আনলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে পারে।

২০২১ সালের ১৯ নভেম্বর বাংলাদেশ পুলিশ ও রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মধ্যে চুক্তি হয়। চুক্তির আওতায় হেলিকপ্টার দুটি পুলিশের এভিয়েশন উইংয়ে যুক্ত হওয়ার কথা ছিল। একটি হেলিকপ্টার তৈরি সম্পন্ন হয়েছে এবং পরীক্ষামূলক উড্ডয়নও হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার যুদ্ধাস্ত্র উৎপাদনকারী সব প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনে। তবে বাংলাদেশ সরকার জানার পরও ২০২৪ সাল পর্যন্ত অর্থ পরিশোধ করেছে। এতে করে প্রায় তিনশ কোটি টাকার অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে।

বর্তমান সরকার বিষয়টি পর্যালোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে।

সোর্স: শেয়ারনিউজ২৪.কম 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর