হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় কোম্পানির চেয়ারম্যান হান চুন এ পরিকল্পনা প্রকাশ করেন।
প্রাথমিকভাবে হানডা বস্ত্র খাতে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল। গত এপ্রিলে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে। সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় তারা বিনিয়োগের পরিমাণ ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করে।
কোম্পানিটি বাংলাদেশে তিনটি কারখানা স্থাপন করবে—দুটি গার্মেন্টস প্রক্রিয়াকরণ এবং একটি নিটিং ও ডায়িং ইউনিট—যার মাধ্যমে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বিডা, বেজা ও বেপজা কর্মকর্তারা বলেন, এটি বাংলাদেশের বস্ত্র খাতে অন্যতম বৃহৎ একক চীনা বিনিয়োগ।
প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলারের বিনিয়োগে মিরসরাইয়ে গার্মেন্টস কারখানার জমি ইজারার চুক্তি স্বাক্ষরিত হবে। দ্বিতীয় ধাপের জমি ও অন্যান্য সুবিধাদি চূড়ান্তকরণের প্রক্রিয়া চলমান, যা ২০২৫ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
সোর্স: কালবেলা
মন্তব্য করুন: